শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ০৯:১৯:২০

যু'দ্ধক্ষেত্রে যেতে চাচ্ছেন না আর্মেনীয় সেনা সদস্যরা!

যু'দ্ধক্ষেত্রে যেতে চাচ্ছেন না আর্মেনীয় সেনা সদস্যরা!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কয়েকদিন বিরো'ধীয় নাগোরনো-করাবাখে আজেরি সেনাবা'হি'নীর আ'ক্র'মণের মুখে ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে আর্মেনীয় বা'হি'নীর। এতে ইয়েরেভেনের ৫৪৩তম রেজিমেন্টের সেনাসদস্যরা যু'দ্ধে যেতে চাচ্ছেন না। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আজভিশন।   

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আর্মেনীয় সেনাবা'হি'নীর রিজার্ভ ইউনিটের ৫৪৩তম রেজিমেন্টের সেনাসদস্যরা নাগোরনো-কারাবাখে যু'দ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আর্মেনিয়ার কর্তৃপক্ষ গ্রামবাসীদের সং'ঘা'তে জড়িয়েছে। কিছু গ্রামবাসী যু'দ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা তাদের সন্তানদের যু'দ্ধ থেকে প্রতিরো'ধের জন্য যু'দ্ধরত অঞ্চলের সড়কগুলোর সঙ্গে যাতায়াত ব্যবস্থা ব'ন্ধ করে দিয়েছেন।   

এছাড়া, হাদরুতের উত্তরে আঘদারার ৫তম ডেস্ট্রোয়ার রেজিমেন্টের প্রতির'ক্ষা অঞ্চলে সেনাসদস্যদের অ'স্ত্র রেখে এবং পিছুহ'টতে তাদের আত্মীয়স্বজন ও পরিচিতজনরা আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই আর্মেনীয় ওই ইউনিট তাদের খাদ্য, জ্বালানী ও গো'লাবা'রু'দ স্বল্পতার কথা জানিয়েছে। 

এর আগে কারাবাখের জাবরাইল প্রদেশে আজারবাইজানের সেনাবা'হি'নীর একের পর এক আ'ক্র'মণের মুখে যু'দ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনিয়ার সেনাবা'হিনীর ৫৫৬ রেজিমেন্ট। যু'দ্ধরত ওই অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাংক রেখে পালিয়ে যায় শ'ত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তী'ব্র আ'ক্র'মণের মুখে আর্মেনীয় বা'হি'নী সামরিক যানবহন, গো'লাবা'রুদ, রকে'ট লা'ঞ্চার, বিভিন্ন ধ'রনে অ'স্ত্র, গু'লিসহ বিভিন্ন সাম'রিক সরঞ্জামাদি ফেলে যায়।   

এছাড়া মঙ্গলবার রাত থেকে আঘদারা, ফুজুলি, জাবরাইল এবং গুবাদলি এলাকায় সম্মুখ যু'দ্ধ হয়। এসব এলাকায় ব্যা'পক আকারে ক্ষ'য়ক্ষ'তির মুখে পড়ে আর্মেনীয় বা'হি'নী।  তাদের বেশ কিছু গো'লাবা'রুদ ও বা'হি'নীর সদস্যদের প্রা'ণহা'নি ঘ'টে। গত ২৭ সেপ্টেম্বর থেকে বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যু'দ্ধে জড়ায়।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে