শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৩৮:৩৯

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইসলামবিদ্বে'ষের বিরুদ্ধে ভারতে অভিনব প্রতিবাদ

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইসলামবিদ্বে'ষের বিরুদ্ধে ভারতে অভিনব প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাইয়ের মোহাম্মদ আলী সড়কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পোস্টার সেঁটে দেয়া হয়েছে। মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশে তার সমর্থন ও ইসলামবিদ্বে'ষী মন্তব্যের জেরে বৃহস্পতিবার এই অভিনব প্রতিবাদ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই পোস্টারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে ও লোকজন হেঁটে যাচ্ছেন। এছাড়া ম্যাক্রনের মন্তব্যের প্রতি'বাদে বিক্ষো'ভ করতেও দেখা গেছে। মিছিলে অংশ নেয়া লোকজনের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমাদের নবী মোহাম্মদ (সা.), আমাদের সম্মান।' আর জুতা দিয়ে পোস্টারে এক ব্যক্তিকে আ'ঘা'ত করতেও দেখা গেছে।

তবে এই পোস্টার নিয়ে মহারাষ্ট্রে রাজনৈতিক খেলা শুরু হয়েছে। শিব সেনা ''ইসলামি সন্ত্রা'সবাদে'' সমর্থন দিচ্ছে অ'ভিযো'গ তুলেছে বিজেপি। এছাড়া যারা এই পোস্টার সাঁটিয়েছেন, তাদের বি''রুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি করেছে তারা। বিজেপি নেতা কৃতি সময়া বলেন, ফ্রান্স যখন ইসলামি সন্ত্রা'সবা'দের বিরু'দ্ধে বক্তব্য দিচ্ছে, তখন মহারাষ্ট্র সরকার এমন লোকদের পাশে দাঁড়িয়েছে, যারা উ'গ্র ইসলামি সন্ত্রা'সবাদে সমর্থন দিচ্ছেন।

তবে পুলিশ দ্রুতই পোস্টার সরিয়ে ফেলেছে। এ ঘ'টনায় কোনো মামলা দায়ের করা হয়নি। মধ্যপ্রদেশ, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাবের লুধিয়ানায়ও একইরকম প্রতি'বাদ জানানো হয়েছে। এছাড়া অনলাইনে 'হ্যাশট্যাগ বয়কটফ্রান্স প্রোডাক্টস' প্রতিবা'দও ছিল।

এমন এক সময় এসব ঘ'টছে, যখন ফরাসি শহর নিসে গির্জার বাইরে ছুরি হা'মলায় হ'তাহ'তদের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সং'হতি জানিয়েছেন। সন্ত্রাসবাদের বি'রু'দ্ধে ম্যাক্রনের লড়া'ইয়েও সমর্থন ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে দেখা গিয়েছে এমনই দৃশ্য। দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নীচে মোহাম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য শুক্রবার বলেন, ''খবর পেয়ে পুলিশ কর্মীরা গিয়ে পোস্টারগুলি সরিয়ে নেন।'' প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ধর্মীয় ব্যঙ্গচিত্র বিত'র্কের জেরে ফ্রান্সে মুসলিম জ'ঙ্গি গোষ্ঠীদের ধারাবাহিক হা'মলার প্রতি সমর্থন জানাতেই এই কাজ করা হয়েছে।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ঘ'টনার ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন, ''মহারাষ্ট্র সরকার এ কী হচ্ছে? গোটা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহা'দি হা'মলার বিরু'দ্ধে ফ্রান্স যে লড়া'ই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সঙ্গী হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমা'ননা?''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে