শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ০৩:১৮:৫৩

উগ্রবাদ দমনের লড়াইয়ে ফ্রান্সের পাশেই রয়েছে ভারত: নরেন্দ্র মোদি

উগ্রবাদ দমনের লড়াইয়ে ফ্রান্সের পাশেই রয়েছে ভারত: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে উ'গ্রবাদীদের হা'মলার ক'ড়া নি'ন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি জানান, যে কোনও স'ন্ত্রা'সমূলক কার্যকলাপের বিপক্ষে ভারত। সন্ত্রা'সবাদ দ'মনে ভারত ফ্রান্সের পাশে রয়েছে। ট্যুইট করে সন্ত্রা'সবাদের বিরো'ধিতামূলক বার্তা দেন নরেন্দ্র মোদি।

মোদি জানান, ভারত ফ্রান্সের মানুষদের পাশে রয়েছে। ফ্রান্সকে সমবে'দনা জানাচ্ছে নয়াদিল্লি। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নবীর কা'র্টুন দেখানোর অ'ভিযো'গে ১৬ বছরের এক চেচেন বংশোদ্ভূত এক কিশোর ফরাসি শিক্ষকের প্রকাশ্যে মু'ণ্ডচ্ছে'দ করে। ঘ'টনায় গোটা ফ্রান্স আলোড়িত। নিহ'ত শিক্ষকের স্মৃতিতে প্যারিসের রাস্তায় শিক্ষক-অধ্যাপক-বুদ্ধিজীবীদের মিছিল বেরিয়েছে।

নবীর অবমাননার তী'ব্র প্রতি'বাদ করছে মুসলিম দেশগুলি। সৌদিতে আন্দো'লন মা'রা'ত্মক হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের দেশগুলি নবীর কার্টুন প্রকা'শ নিয়ে পাল্টা কটা'ক্ষ করেছে ফ্রান্সের। এদিন সেই বিক্ষো'ভে সামিল হয়েছে মালয়েশিয়াও। ট্যুইটারে ক্ষো'ভ প্রকা'শ করে জানানো হয়েছে চোখের বদলে চোখ নেওয়ার রাস্তায় হাঁটেনি মুসলিমরা। সেই পথ ইসলামের নয়। ইসলাম অন্য ধর্মকে সম্মান করতে শেখায়। উদারতার কথা বলে। অন্যের ভা'বাবে'গকে সম্মান করে। কিন্তু ফ্রান্স তা করেনি। 

উলটো রাস্তায় হেঁটে বিশ্বের মুসলিমদের অ'বমা'ননা করেছে। এদিকে, ফ্রান্সের নাইসে একটি গির্জায় ছু'রি হাতে হা'মলা চালাল এক উ'গ্রবাদী দু'ষ্কৃ'তি। ফরাসি সংবামাধ্যম জানাচ্ছে, ছু'রির আ'ঘা'তে দুই জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন ঘ'টনায় আহ'ত। গোটা ঘ'টনাকে জ'ঙ্গিহা'না বলে আখ্যায়িত করেছে খোদ শহরের মেয়র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে