 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আসন দ'খ'লকারী পুতুল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। সম্প্রতি মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রে'ফতার করার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
এ বিষয়ে মরিয়ম নওয়াজ বলেন, ''করাচিতে যা ঘ'টেছিল তা প্রমাণ করেছে যে আসলে কে সরকার চালাচ্ছেন। ইমরান খান সরকার নন, তিনি কেবল একটি আসন দ'খ'লকারী পুতুল। আর সেই পুতুল ওই ঘ'টনায় চুপ ছিলেন। এদিকে ক্যাপ্টেন সফদারকে গ্রে'প্তারের ঘ'টনায় সেনাবা'হি'নী প্রধান এবং সিন্ধু সরকার উভয়ই; তদ'ন্ত করার কথা বলেছেন। তবে এই তদ'ন্তের বিষয়টি নিয়ে মরিয়ম বলেন, তদ'ন্তের দরকার নেই। কারণ সবকিছুই এরই মধ্যে জানা হয়ে গেছে।
অন্যদিকে, সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে বর্তমানে দু'টি সমান্তরাল সরকার দেশ নিয়'ন্ত্রণ করছে। তিনি দাবি করেন, দেশে 'রাষ্ট্রের ওপরে রাষ্ট্র' পরি'স্থিতি বিরাজ করছে। যা বিভ্রা'ন্তি সৃষ্টি করছে। সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত সরকারবিরো'ধী সমাবেশ হয়। পরে যৌথ বিরো'ধী জোট পাকিস্তান ডে'মোক্রে'টিক মুভমেন্টের (পিডিএম) ব্যানারে থাকা রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের প'দত্যা'গ দাবি জানায়। সূত্র: এএনআই।