মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ০৯:৫১:৩৮

ভারতে ট্রাম্পের বিজয়ের জন্য হিন্দুদের পূজা

 ভারতে ট্রাম্পের বিজয়ের জন্য হিন্দুদের পূজা

আন্তর্জাতিক ডেস্ক : আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বের চোখ এখন আমেরিকার দিকে। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- সেই প্রশ্নের উত্তর জানতে পৃথিবী অপেক্ষায় এখন।

এই নির্বাচনে পুনরায় যেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, সেই কামনায় মঙ্গলবার ভারতের দিল্লিতে পূজায় বসেছেন দেশটির হিন্দু ডানপন্থী শিব সেনার সদস্যরা। ফুল চন্দন দিয়ে তার জয় কামনা করছেন পূজারিরা।  দিল্লিতে বাতি ও ফুল মালা দিয়ে ট্রাম্পের জয়ের জন্য পূজা করছেন হিন্দু শেব সেনা। ট্রাম্পের বিজয়ের জন্য হিন্দুদের প্রার্থনা অনুষ্ঠান।

ট্রাম্প নিজেকে ভারতের অকৃত্রিম বন্ধুত্ব হিসেবে দাবি করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই রকম দাবি করে থাকেন। দুজনের মধ্যে আছে বেশ সখ্যতাও। যদিও গত কয়েকদিন আগে পরিবেশ বিষয়ক এক আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা দেশ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তিনি বলেছিলেন, পরিবেশ দূষণের দিক থেকে চীন ও ভারত অত্যন্ত নোংরা দেশ। এরপর ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্য। তথ্যসূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে