বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ১১:০৫:৩৫

ব্যবধান বাড়ছেই, জয়ের জন্য বাইডেনের দরকার ২৭০

 ব্যবধান বাড়ছেই, জয়ের জন্য বাইডেনের দরকার ২৭০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। ক্রমেই বাড়ছে ট্রাম্প ও বাইডেনের ভোটের ব্যবধান। 

এরই মধ্যে জানা গেছে, ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের দরকার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট। এদিকে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ১১৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। সূত্র: গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে