বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ০১:৪০:৪৭

খামেনির হুশিয়ারি- আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে

খামেনির হুশিয়ারি- আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে বলে হুশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  দুদেশের মধ্যে চলমান যুদ্ধকে বেদনাদায়ক এবং এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন তিনি। খবর ইরনার। 

স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনগণ ও মুসলিম উম্মাহর উদ্দেশে তিনি এ কথা বলেন। ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন খামেনি। 

তিনি বলেন, যত দ্রুত সম্ভব এ সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার। 

সেই সঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে।  এ ছাড়া এ যুদ্ধের সুযোগে কেউ যদি ইরান সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে।

কারাবাখ নিয়ে সর্বোচ্চ নেতার এ বক্তব্য থেকে ওই অঞ্চলে সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে