শনিবার, ০৭ নভেম্বর, ২০২০, ০৯:৩২:২৩

এবার ট্রাম্প সমর্থকদের গ্রুপ মুছে দিল ফেসবুক

এবার ট্রাম্প সমর্থকদের গ্রুপ মুছে দিল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গ্রুপটির নাম ‘স্টপ দ্য স্টিল’।

ট্রাম্প হারলে বিক্ষোভ করবে বলে বারবার ফেসবুকে প্রচার করতে থাকলে শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এ গ্রুপটি মুছে দেয়। গ্রুপটিতে দুই দিনে সাড়ে ৩ লাখের বেশি সদস্য এবং সাত হাজারের কাছাকাছি পোস্ট হয়েছিল।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প সমর্থকদের এই গ্রুপটি ভুল তথ্য ও হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উসকানি দিচ্ছিল তারা।
এছাড়া, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরদিন একের পর এক ভিত্তিহীন টুইট ও ফেসবুক পোস্ট দিয়েছেন ট্রাম্প। এসব সামাল দিতে প্রতিষ্ঠান দুটিকে হিমশিম খেতে হচ্ছে। 

এক সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুক সবার। এটা সোশ্যাল মিডিয়া। আন্দোলনের প্ল্যাটফর্ম করা যাবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে