সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬:৫৬

এক আজেরি সেনা হারানোর প্রতিশোধে ৬ আর্মেনীয় সেনাকে হত্যা

এক আজেরি সেনা হারানোর প্রতিশোধে ৬ আর্মেনীয় সেনাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : নাগোরনো-কারাবাখের খোজাভেন্দ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার এক আজারবাইজানি সেনাকে হত্যা করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। একই সময় এর পাল্টা প্রতিশোধ হিসেবে ৬ আর্মেনীয় সেনাকে হত্যা করে আজারবাইজানের সেনাবাহিনী। সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে খোজাভেন্দ অঞ্চলের আগাদাম গ্রামে অবৈধভাবে একটি আর্মেনীয় সশস্ত্র বাহিনী আজারবাইজানের সেনাবাহিনীর একটি দলের ওপর হামলা চালায়। এতে গাবারোভ এলমির রাইয়িল নামে এক আজারবাইজানি সেনা নিহত এবং আলিয়েভ এলিমিন সুলাইমান নামে অপর এক সেনা আহত হয়েছেন। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ছয় সদস্যের আর্মেনীয় সশস্ত্রবাহিনীকে নির্মূল করা হয়। 

আর্মেনীয় বাহিনীকে সতর্ক করে দিয়ে বলা হয়, যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে কঠিন পদক্ষেপ নেবে আজারবাইজানের সেনাবাহিনী। প্রায় ত্রিশ বছর বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ আর্মেনীয় নৃ-গোষ্ঠীদের দখলে ছিল। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ছয় সপ্তাহের টানা যুদ্ধের পর ১০ নভেম্বর রাশিয়ার হস্তক্ষেপে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে ওই অঞ্চলটির বেশিরভাগ আজারবাইজানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর্মেনিয়া। সূত্র: আনদলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে