শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ১১:৫৬:৩৪

আগুন নিয়ে যারা খেলছে তারা নিজেরাই পুড়ে মরবে: যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আগুন নিয়ে যারা খেলছে তারা নিজেরাই পুড়ে মরবে: যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : বারবার নিষেধ করা সত্ত্বেও মার্কিন সরকার তার আরেক কর্মকর্তাকে তাইওয়ান সফরে পাঠানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। যুক্তরাষ্ট্র 'আগুন নিয়ে খেলা শুরু করেছে' বলে হুশিয়ারি দিয়েছে দেশটি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফ্ট আগামী সপ্তাহে দুদিনের সফরে তাইওয়ান সফরে যাবেন বলে ঘোষণা করেছে। 

জাতিসংঘে আমেরিকার দপ্তর বলেছে, আসন্ন সফরে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের উপস্থিতির প্রতি মার্কিন সরকারের শক্ত সমর্থন ঘোষণা করবেন। ক্র্যাফ্টের পরিকল্পিত এই সফরের প্রতিক্রিয়ায় সতর্ক করে এক বিবৃতিতে জাতিসংঘে চীনা মিশন বলেছে, 'যারা আগুন নিয়ে খেলা করছে তারা নিজেরাই এই আগুনে পুড়ে মরবে। এই ভুল পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।'

এ ধরনের 'উন্মাদনাপূর্ণ উসকানি' বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে চীনা মিশন বলেছে, এসব আচরণ বন্ধ না করলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র এমন সময় তাইওয়ানে তার শীর্ষস্থানীয় কূটনীতিককে পাঠাচ্ছে যখন স্বশাসিত এই দ্বীপটি কোনো রাষ্ট্র নয় এবং জাতিসংঘেও তার কোনো সদস্য পদ নেই। সূত্র : রয়টার্স ও আলজাজিরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে