বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২১, ০৫:১৬:১৮

কংগ্রেসের নির্বাচনী সুনামি আসতে পারে শুধু বাংলাদেশে : হিমান্ত বিশ্বশর্মা

কংগ্রেসের নির্বাচনী সুনামি আসতে পারে শুধু বাংলাদেশে : হিমান্ত বিশ্বশর্মা

আন্তর্জাতিক ডেস্ক : আসাম কংগ্রেস সভাপতি রিপুন বোরা'র সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে আসাম সরকারের প্রতিমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা বলেছেন, কংগ্রেসের নির্বাচনী সুনামি আসতে পারে শুধু বাংলাদেশে, আসামে নয়। 'হিমান্ত: কংগ্রেস ইলেকটোরাল সুনামি ক্যান কাম অনলি ইন বাংলাদেশ, নট ইন রিভারিন আসাম' শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এর আগে এক মন্তব্যে হিমান্ত বিশ্বশর্মা আসাম বিধানসভা নির্বাচন নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেস শুধু বাংলাদেশেই ১০০ আসনে বিজয়ী হতে পারে। এ নিয়ে পাল্টাপাল্টি চলছিল। আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট রিপুন বোরা সোমবার বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও তার মিত্রদের সৃষ্ট সুনামিতে আসাম থেকে ধুয়েমুছে যাবে ক্ষমতাসীন বিজেপি। মঙ্গলবার এর জবাব দিয়েছেন হিমান্ত বিশ্বশর্মা। 

তিনি বলেন, রিপুন বোরার জানা উচিত যে, সুনামি হয় সমুদ্রে। সুনামি নদীতে হয় না। আমরা ব্রহ্মপুত্রের তীরে (আসামে) বসবাস করি। সুনামি আসে সমুদ্রে। আর সমুদ্রের পাড়েই বাংলাদেশ। তাই রিপুন বোরা যে সুনামি দেখছেন তা আসতে পারে বাংলাদেশে। আমরা নদীমাতৃক সভ্যতার দেশ। নদী থেকে যে মৃদুমন্দ বাতাস আছে আমরা তাই উপভোগ করবো।

উল্লেখ্য, আসামে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস, লোকসভার এমপি ও সুগন্ধি বিষয়ক ব্যারন বলে পরিচিত বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ, তিনটি বামদল এবং একটি আঞ্চলিক দল আঞ্চলিক গণমোর্চা (এজিএম) মিলে গঠন করেছে একটি নির্বাচনী জোট। আগামী এপ্রিলের নির্বাচনে তারা জোটবদ্ধভাবে অংশ নেয়ার পরিকল্পনা করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে