আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন সাধারণ মানুষকে সচেতন করতে 'যমরাজ' এর বেশে রাস্তায় বেরিয়েছিলেন। লকডাউনে প্রত্যেককে ঘরে রাখতেই এই কাজ করেছিলেন। এবার করোনা ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতেও উদ্যোগী হলেন মধ্যপ্রদেশের ইন্দোরের পুলিশ কনস্টেবল জওহর সিং।
বুধবার ইন্দোরের একটি সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন নিলেন পুলিশ কনস্টেবল জওহর সিং। না পোশাক পরে নয়, একেবারে যমরাজের বেশে সেজেই এদিন করোনার ভ্যাকসিন নিলেন জওহর সিং। পরনে ছিল কালো পোশাক, মাথায় সোনার মুকুট। ইতিমধ্যে তার সেই টিকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত মাসের ১৬ জানুয়ারি ভারতজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ। প্রথম দফায় প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু অনেকেই ভ্যাকসিন নিয়ে দোটানায় ভুগছেন। এদিকে, করোনা যোদ্ধা হওয়ায় প্রথম দফাতেই ভ্যাকসিন নিতে হয়েছে জওহর সিংকেও। আর তাই 'এক ঢিলে দুই পাখি মারতে' এভাবেই ভ্যাকসিন নিলেন তিনি। সাধারণ মানুষের মনে ভ্যাকসিন নিয়ে বিশ্বাসযোগ্যতা ফেরাতেই তার এই সিদ্ধান্ত।
ইতিমধ্যে তার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও। তবে এই প্রথম নয়, গত বছরের প্রথমদিকে লকডাউন চলাকালীনও এই বেশে রাস্তায় বেরিয়েছিলেন জওহর সিং। কারণ ওই সময় অনেকেই বিনা কারণেও রাস্তায় বেরিয়ে পড়ছিলেন। বাইরে যতই ভাইরাসের প্রকোপ থাকুক, তার তোয়াক্কা করেননি তারা। সেই সমস্ত মানুষকে সচেতন করতেই রাস্তায় বেরিয়েছিলেন 'যমরাজ'রূপী জওহর সিং।