 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, কাশ্মীর উপত্যকা পরিস্থিতি নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত। তিনি সোমবার বলেন, বিদেশি কূটনীতিকদের কাশ্মীর উপত্যকায় এক ট্যুরে নিয়ে তাদেরকে সেখানকার পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য দেয়ার চেষ্টা করছে ভারত। কাশ্মীর পরিস্থিতি নিয়ে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে।
বিশ্ব সম্প্রদায়কে ভুলপথে চালিত করার জন্য নয়া দিল্লিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সফর আয়োজন করতে যাচ্ছে ভারত। এ নিয়ে মন্তব্য করছিলেন জাহিদ হাফিজ চৌধুরী। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে আরো বলা হয়, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি শান্ত রয়েছে তা দেখানোর জন্য ইউরোপিয়ান ও উপসাগরীয় দেশগুলোর কূটনীতিকদের ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীর সফরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ভারত।
২০১৯ সালের আগস্টে ওই অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল করে দিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত। প্রায় দেড় বছর ৪জি ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর তা পুনরায় চালু করা হয়েছে। দখলদারিত্ব কায়েমের পর এটা হবে বিদেশি কূটনীতিকদের এমন তৃতীয় সফর। এর আগে এমন সফর হয়েছিল গতবছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।