শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৬:৩৫:১৭

চীনের তৈরি টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত ইমরান খান

চীনের তৈরি টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেওয়ার মাত্র দুই দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইমরার খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানিয়েছেন। চীনের সিনোফার্মের টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন। গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান। এর আগের দিন টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। তবে তারা কোন ব্র্যান্ডের টিকা নিয়েছেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি। পাকিস্তানে টিকা প্রদানের হার অনেকটাই ধীর গতিতে এগুচ্ছে। পর্যাপ্ত টিকার পাওয়ার ব্যবস্থা করতে পারেনি তারা। 

চীনের সিনোফার্মের টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক টিকার প্রয়োগের অনুমোদন দিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছিল, আজ প্রধানমন্ত্রী ইমরান খানকে টিকা দেওয়া হয়েছে। মহামারীর তৃতীয় স্রোতের (ওয়েভ) প্রেক্ষিতে যাবতীয় নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আর্জি জানিয়েছেন।

গত ১০ মার্চ থেকে পাকিস্তানের আমজনতার জন্য টিকাকরণ শুরু হয়েছে। চীনের সিনোফার্মের টিকা নিয়ে প্রথম সারির করোনা যোদ্ধারা উদ্বেগ প্রকাশ করায় প্রবীণদের টিকা দেওয়া হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে ইমরানকে চীনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম। চীনের টিকার পাশাপাশি রাশিয়ার স্পুটনিক-৫ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ডকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে