শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৪২:১৪

আজ ৫ জনকে গুলি করে হত্যা করল আইন-শৃঙ্খলাবাহিনী, ভয়াবহ পরিস্থিতি মিয়ানমারে

 আজ ৫ জনকে গুলি করে হত্যা করল আইন-শৃঙ্খলাবাহিনী, ভয়াবহ পরিস্থিতি মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক: আবারও রক্তাক্ত মিয়ানমারের রাজপথ। আজ শনিবার সকালে গুলি করে ৫ গণতন্ত্রকামীকে হত্যা করল দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। এ নিয়ে সেনাঅভ্যুত্থানের পর থেকে গেল ২ মাসে ৫৫০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তবুও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা জারির পর এবার শুক্রবার সকাল থেকেই ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেনি মিয়ানমারের বেশির ভাগ নাগরিক। অনির্দিষ্টকালের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি হঠাৎই শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় মিয়ানমার সেনাপ্রধান। এই অভ্যুত্থানের প্রতিবাদে পথে নামে দেশের আমজনতা। কোথাও তারা বিক্ষোভ দেখাচ্ছে, তো কোথাও আবার শান্তিপূর্ণ অবস্থান করছে। তাদের দমাতে গুলি চালাচ্ছে সেনাসরকার। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে