শুক্রবার, ০৪ জুন, ২০২১, ০৬:৪০:১৬

জুমার নামাজের মাধ্যমে মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান

জুমার নামাজের মাধ্যমে মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান

মসজিদ মুসলমানদের ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে, সেই সপ্তম শতাব্দির সাদাসিধে খোলা প্রাঙ্গনবিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার এবং বৃহদাকার প্রাঙ্গন দেখা যায়।

তুরস্কের কয়লা আবিষ্কারক উজুন মেহমেদের নামে দেশটির উত্তর-পূর্বাঞ্চল জংগুলদাক শহরে কৃষ্ণ সাগর তীরে নির্মিত মসজিদ উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) জুমার নামাজের মাধ্যমে তা উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান।

উজেন মেহমেদ মসজিদ প্রায় দুই হাজার ৫৩৫ স্কয়ার মিটার প্রশস্ত। মসজিদের চার পাশে ৭২ মিটার দীর্ঘ চারটি মিনার নির্মাণ করা হয়। মসজিদের পাশে প্রশস্ত বাগান, শিশুদের পার্ক, খেলার মাঠও আছে। এতে একসঙ্গে ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে