শনিবার, ০৫ জুন, ২০২১, ০৯:১৯:৫৪

গাজায় হামলা করতে আসা দুই ইসরাইলি জঙ্গি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা

গাজায় হামলা করতে আসা দুই ইসরাইলি জঙ্গি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: বড় একটি সাফল্য পেল ফিলিস্তিনিরা। গাজায় হামলা করতে আসা ১০টি ইসরাইলি গোয়েন্দা ও জঙ্গি ড্রোনের মধ্যে দুটিকে গুলি করে ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা। শুক্রবার এ খবর জানিয়েছে ফিলিস্তিনি সংবাদপত্র কুদস প্রেস।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কুদস প্রেস বলেছে, ‘ইসরাইলি ড্রোনগুলো গাজার আকাশে প্রবেশ করে এবং পার্শ্ববর্তী আল-শেজাইয়া, আল-জাইতুন ও আল-সেবা অঞ্চলে উড়ছিল।

পরে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ওই ড্রোনগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেলে দু’টি ড্রোন ভূপাতিত হয়। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা জনগণকে সতর্ক থাকতে বলেন। তারা আশঙ্কা করছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করার জন্য ড্রোন হামলা করার পরিকল্পনা করছে ইসরাইল।

ফিলিস্তিনিদের নির্দেশ দেয়া হয়েছে, ড্রোন হামলা থেকে বাঁচতে তারা যেন বাড়ির জানালা বন্ধ রাখেন। ইসরাইলের ওই ড্রোনগুলো আধা ঘণ্টা গাজার আকাশে ওড়ার পর চলে যায়। সূত্র : মিডলইস্ট মনিটর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে