সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৫:৩১

বন্ধ হয়ে গেল কেনিয়ার সব সরকারি স্কুল

  বন্ধ হয়ে গেল কেনিয়ার সব সরকারি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার সুপ্রিমকোর্ট দেশটির স্কুলশিক্ষকদের অন্তত ৫০ শতাংশ বেতন বৃদ্ধির আদেশ দিলেও সরকার তা দিতে রাজি হচ্ছে না। আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে সব স্কুল বন্ধ করে দিয়েছে সরকার।

এ মাসের শুরু থেকেই স্কুলগুলো বন্ধ রয়েছে।  এদিকে তিন সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকরা ধর্মঘট করছে।

প্রেসিডেন্ট উহুরুহু কেনিয়াত্তা ব্যাখ্যা দিয়ে বলেছেন, দেশের শিক্ষকরা এরই মধ্যে ভালো বেতন পাচ্ছেন।

তাদের বেতন যদি আরো বাড়ানো হয় তাহলে সেটা দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে।


শিক্ষকরা জোর দিয়ে বলছেন, সরকারের উচিত আদালতের সিদ্ধান্ত মেনে চলা।
বেসরকারি স্কুলগুলোকেও বন্ধ করে দিতে বলা হয়েছে কিন্তু কেউ কেউ এখনো খোলা রেখেছে।  সূত্র : বিবিসি
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে