রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৪:১৮:৩৩

পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট গনি, তালিবানকে ক্ষমতা হস্তান্তর

পদত্যাগ করলেন আফগান প্রেসিডেন্ট গনি, তালিবানকে ক্ষমতা হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ই'স্ত'ফা দিলেন আশরাফ গনি। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছে, কাবুলে হা'মলা হবে না, এই শর্তে তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে। আফগান বাহি'নী এবং স্পেশাল ফো'র্সকে আইনশৃ'ঙ্খলা বজায় রাখার নির্দেশ। প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও রয়েছেন সেখানে।

এদিকে, আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপ'ত্তা পরিষদে। রাশিয়ার দাবি, গোটাটাই পরিক'ল্পিত। ক্ষমতার শান্তিপূর্ণ হ'স্তা'ন্তরে রাজি সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, জানালেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রনালয়। আমেরিকা এবং ন্যা'টোর সঙ্গে আশরাফ গনি জরুরি বৈঠক করছেন বলে খবর। তার সঙ্গে সমঝোতা করতে তালেবানের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্টের বাসভবনে গেছেন, যাতে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার হস্তান্তর হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে