রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১১:০৪:০০

আফগান ছেড়ে যে দেশে আশ্রয় নিচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি

আফগান ছেড়ে যে দেশে আশ্রয় নিচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি

এই মুহুর্তে বলা চলে তালিবানের দখলে আফগানিস্তান। আজকের ভেতরেই যে কাবুল তালিবানের দখলে চলে যাবে তা অনেকটা আঁচ করা  গিয়েছিল শনিবার রাতেই। এরপর রবিবার কাবুলের দোরগোড়ায় তালিবান চলে আসার পরই ইস্তফা দেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। আফগান সংবাদমাধ্যমের সূত্রানুযায়ী তাঁর সঙ্গীদের সঙ্গে দেশ ছেড়েছেন প্রবীণ ঘানি। তিনি তাজিকিস্তানে আশ্রয় নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

এদিকে শনিবার রাতে মাজার-ই-শরিফ ও রবিবার সকালে জালালাবাদের মতো দু’টি গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলেছিল তালিবানরা। তখনই বোঝা গিয়েছিল সম্ভবত আজই কাবুলে ঢুকে পড়বে তালিবানরা। সেই আশঙ্কা সত্যি করে কাবুলে প্রবেশ করে তালিবান। 

তালিবানের এক মুখপাত্র জানিয়ে দেন, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান। আলোচনার মাধ্যমেই আফগান সরকারের থেকে ক্ষমতার হস্তান্তর চায় তারা। দ্রুতই হস্তান্তরের বিষয়টি এগোয়। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবান প্রধান মোল্লা আবদুল ঘানি বরাদরের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন ঘানি। এরপরই তিনি দেশ ছাড়েন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে