সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০৪:২৭:২০

তালেবানের কাবুল প্রবেশ, আমাদের মক্কা বিজয়ের ঘটনা স্মরণ করিয়ে দেয় : মুফতি তাকি

তালেবানের কাবুল প্রবেশ, আমাদের মক্কা বিজয়ের ঘটনা স্মরণ করিয়ে দেয় : মুফতি তাকি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে তালেবনা। এর মধ্যে প্রেসিডেন্ট আবদুল গনি তাজিকিস্তান পাড়ি জমিয়েছেন। সেই সঙ্গে দেশটিতে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। তবে সাধারণ মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও সেখানে এখন পর্যন্ত বড় ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

তালেবানের কাবুল দখল নিয়ে বিশ্বের ইসলামী স্কলারবৃন্দ নানা অভিমত প্রকাশ করছেন। পাকিস্তানের শীর্ষ আলেম ও সাবেক বিচারক মুফতি মুহাম্মদ তাকি উসমানি এক টুইট বার্তায় লেখেন, 'শান্তিপূর্ণ উপায়ে তালেবানের কাবুল প্রবেশ, সাধারণ ক্ষমা ঘোষণা ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়তা আমাদের মক্কা বিজয়ের ঘটনা স্মরণ করিয়ে দেয়।' 

টুইট বার্তায় তিনি আরো লিখেন, 'দুই দশকে তালেবানের ঘটনাগুলো প্রযুক্তির উৎকর্ষতায় ভরপুর পৃথিবীকে এ কথা শিখিয়ে দিল যে ঈমানের দৃঢ়তার সামনে কোনো শক্তির দাঁড়ানোর সামর্থ্য নেই। তবে শর্ত হলো, তাদেরকে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে। আহ, আমাদের মুসলিমবিশ্ব যদি এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করত!' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে