বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১১:৫৫:৫০

তালেবানদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে সহায়তা করার ঘোষণা দিল চীন

তালেবানদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে সহায়তা করার ঘোষণা দিল চীন

এবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে চীন। আজ বুধবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই ঘোষণা দেন।

তিনি বলেন, আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। প্রতিবেশী আফগানিস্তানের বিষয়ে সবসময়ই বন্ধুসুলভ নীতি অনুসরণ করেছে চীন। ভবিষ্যতেও এ নীতি পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, দেশটির শান্তিপূর্ণ পুনর্গঠনে আমরা যথাসাধ্য সহযোগিতা করবো। তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে। একই সাথে আশা করবো সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তালেবান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে