মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১:৪৬:০৩

দীর্ঘ ২০ বছরের জিহাদ, আত্মত্যাগ এবং কষ্টের পর ঐতিহাসিক এ মুহূর্ত: তালেবান নেতা

 দীর্ঘ ২০ বছরের জিহাদ, আত্মত্যাগ এবং কষ্টের পর ঐতিহাসিক এ মুহূর্ত: তালেবান নেতা

অবশেষে মার্কিন সৈন্যমুক্ত হলো পুরো আফগানিস্তান। আর এতে আনন্দ  আর উল্লাসে আকাশে গুলি ছুঁড়ছে তালেবানরা। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। আর একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তালেবানের এক নেতা। তার মতে,  তালেবান ইতিহাস গড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সেনাদের বহন করা শেষ বিমান কাবুল ছাড়ার পর আফগানিস্তানের রাজধানীজুড়ে উৎসবের আমেজে গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। টুইটারে এক পোস্টে তালেবানের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানি বলেন, আমরা ফের ইতিহাস গড়েছি।  যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দখল থেকে আফগানিস্তান দীর্ঘ ২০ বছর পর আজ রাতে মুক্ত হলো।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত, দীর্ঘ ২০ বছরের জিহাদ, আত্মত্যাগ এবং কষ্টের পর ঐতিহাসিক এ মুহূর্ত দেখার সৌভাগ্য আমার হয়েছে, এতে আমি গর্বিত। 

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ সেখান থেকে ঝুঁকিপূর্ণ আফগান ও বিদেশিদের সরিয়ে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যে দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে