আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে গিয়ে ভারতের এক হিন্দু তরুণী ধরা পড়েছে সেনাবাহিনীর সাবেক কর্নেল বাবার হাতে। বিষয়টি গোয়েন্দাদের জানিয়েছেন ওই তরুণীর বাবা। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বরাত দিয়ে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
আইএসের সাথে যোগযোগ শেষে ওই তরুণী সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে গোয়েন্দা সংস্থাকে জানান তরুণীর বাবা। দিল্লি বিশ্ববিদ্যালয় কলেজে থেকে স্নাতক শেষ করা ওই তরুণী মাস্টার্স করতে কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পরই তার মধ্যে বেশ পরিবর্তন দেখতে পান বাবা।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর মেয়ের কম্পিউটারে দেখেন সে অনলাইনে আইএসের সাথে যোগযোগ করছে। পরে মেয়ের গতিবিধি দেখে এনআইএকে জানান বাবা।
তদন্ত করে গোয়েন্দারা জানান আইএসের সাথে যোগযোগ আছে তার মেয়ের এবং সিরিয়া যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। বিপথগামী পথ থেকে মেয়েকে ফেরাতে গোয়েন্দাদের কাউন্সেলিং করানোর আহবান জানিয়েছেন বাবা।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ