শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩৮:৪৭

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর

হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে সৌদি আরবের একজন নাগরিক এবং ইয়েমেনের একজন বাসিন্দা নিহত হয়েছেন। সৌদি আরবের জিজান শহরে স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর লিবিয়ান এক্সপ্রেসের।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াই করছে। হুথিদের হামলার প্রতিশোধ নিতে শুক্রবার বিকেলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সৌদি জোট। হুথিদের টার্গেট করে সেটি নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সৌদি জোটের দাবি, সে দেশের নাজরান শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে সানার বাসিন্দারা বলেছেন, সৌদি জোটের হামলার ফলে সানায় বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির তথ্য জানা যায়নি। সূত্র: লিবিয়ান এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে