বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ১০:৫০:১২

৭৪ বছর পর দেখা হারিয়ে যাওয়া দুই ভাইয়ের!

৭৪ বছর পর দেখা হারিয়ে যাওয়া দুই ভাইয়ের!

আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে কপালের লিখন না পারা যায় খণ্ডন। দুই ভাইয়ের ক্ষেত্রে এমনটি ঘটেছে। দীর্ঘ ৭৪ বছর পর দুই ভাইয়ের পুনরায় একত্র হওয়া এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সেই ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দেশভাগের সময় আলাদা হয়ে যাওয়া দুই ভাইয়ের ৭৪ বছর পর পুনর্মিলন ঘটেছে করতরপুরে। বুধবার (১৩ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

এর আগে মঙ্গলবার দুই ভাইয়ের পুনর্মিলনের আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা সিদ্দিক বড় ভাই হাবিবের সঙ্গে মিলিত হন, যিনি করতরপুরে এসেছেন ভারতের পঞ্জাবের ফুল্লানওয়াল থেকে।

সিদ্দিক দেশভাগের সময় নাবালক ছিলেন যখন তার পরিবার ভেঙে যায় এবং তার বড় ভাই হাবিব বেড়ে ওঠেন ভারতের অংশে। দুই ভাই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং আনন্দে চোখের পানি গড়িয়ে পড়ে। দেখা হওয়ার পর তারা একে অন্যকে আলিঙ্গন করেন এবং স্মৃতিচারণা করেন।

এ সময় হাবিব করতরপুর কর্তৃপক্ষের প্রশংসা করে জানান, তার ভাইয়ের সঙ্গে পুনর্মিলনে সহযোগিতা করেছেন। দ্য নিউজ ইন্টারন্যাশনালের তথ্যমতে, হাবিব তার ছোট ভাইকে বলেন, তারা করিডোরের মধ্য দিয়ে একে ওপরের সঙ্গে সাক্ষাৎ করবেন।ইতোমধ্যে দুই ভাইয়ের মিলনের হৃদয়স্পর্শী ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রশংসায় ভাসিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে