রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৯:২৮:৪৫

দুই শর্তে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করবে উত্তর কোরিয়ার নেতা কিম!

দুই শর্তে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করবে উত্তর কোরিয়ার নেতা কিম!

আন্তর্জাতিক ডেস্ক : কিছু দিন পর পরই ভয়ঙ্কর এক একটি অস্ত্রের পরীক্ষা চালায় কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া। তা নিয়ে সারা বিশ্বে হৈ চৈ পড়ে যায়। ক' দিন আগেও হাইড্রোজেন বেমার বিস্ফোরণ ঘটিয়ে কাপিয়ে দেয় পরাশক্তিগুলোকে। জাতিসংঘ জরুরি বৈঠকে বসে, উদ্বেগ জানায়। দেশটির ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় পশ্চমা বিশ্ব। তবে সেই উত্তর কোরিয়া এবার শান্তির কথা বলছে। দুই শর্তে পারমাণবিক পরীক্ষা না চালানোর প্রস্তাব দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

পিয়ংইয়ং-এর সেই দুই শর্ত হলো- উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তি সই এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার এ প্রস্তাব দিয়েছেন বলে সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

তিনি  বলেছেন, কোরিয়া উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধের প্রস্তাব দিচ্ছি তবে এর বিনিময়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি করতে হবে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বন্ধ করতে হবে।

উত্তর কোরিয়ার এ প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা আলোচনার দরজা খোলা রেখেছেন। এছাড়া, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি এখন উত্তর কোরিয়ার ওপর নির্ভর করছে।

গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষার পর নতুন করে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা দেখা দিয়েছে।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে লিপ্ত ছিল এবং দু দেশের মধ্যে যুদ্ধ শেষবিরতি হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে যুদ্ধ শেষ হয় নি। সে কারণে দু দেশ কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে বলে ধরে নেয়া হয়।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে