আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাঠানকোটে হামলার পর এবার অরক্ষিত সীমান্তে লেজার দেয়াল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বিশেষ করে দেশটির পূর্ব ও পশ্চিম সীমান্তের যে জায়গাগুলো অরক্ষিত (নদী, খাল ও জলাভূমি) সেই সব জায়গায় এ লেজার দেয়াল স্থাপন করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই ভারতে প্রবেশ করেছিল জঙ্গিরা, এমন তথ্য পাওয়ার পর এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত। শুধু পশ্চিম সীমান্তেই নয় নদী নালা ও জলাভুমি রয়েছে পূর্ব সীমান্তেও। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে লেজার প্রযুক্তির সাহায্য নিচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই নতুন প্রযুক্তিতে দেওয়ালের পাশে কোনও কিছু এলেই সেটা চিহ্নিত করবে ডিটেক্টরের মাধ্যমে।
এ ছাড়া সীমান্তলাগোয়া নদী, খাল ও জলাভুমিতেও লেসার রশ্মির ব্যবস্থা থাকবে। নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায় ওই লেসার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে। ইতিমধ্যেই জম্মু সীমান্তে এই লেসার ওয়াল তৈরির কাজ শুরু হয়েছে।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম