মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ০৮:১৭:৪৪

উপহার নিয়ে যাওয়ার অভিযোগে ইমরান খানকে তলব

উপহার নিয়ে যাওয়ার অভিযোগে ইমরান খানকে তলব

আন্তর্জাতিক ডেস্ক: মূল্য পরিশোধ না করে সরকারি সংগ্রহশালায় থাকা উপহার নিয়ে যাওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসিপি)। তাঁকে আগামী ১৮ আগস্ট শুনানির জন্য তলব করা হয়েছে।

পাকিস্তানে কোনো সরকারি কর্মকর্তা উপহার পেলে আর্থিক মূল্য নির্ধারণের জন্য তাত্ক্ষণিক তা সরকারি সংগ্রহশালায় (তোশাখানা) জমা দিতে হয়। মূল্যায়নের পর নির্দিষ্ট অর্থ জমা দিয়ে প্রাপক সেই উপহার নিতে পারেন।

অন্যথায় এসব উপহার তোশাখানায় জমা রাখা হয় বা নিলামে বিক্রি করে সেই অর্থ জাতীয় কোষাগারে জমা করা হয়।

ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের অভিযোগ, তিনি অর্থ জমা না দিয়েই সরকারি অনেক উপহার নিয়ে গেছেন। উপহারগুলো তিনি তালিকাভুক্ত না করে তথ্য গোপন করেছেন। 

উপহারের তালিকায় কয়েক কোটি রুপি মূল্যের হাতঘড়ি, হীরার গহনা সেট ছিল বলে অভিযোগ উঠেছে। গত মাসে তিনটি ঘড়ি বিক্রি করে মাত্র ২০ শতাংশ অর্থ কোষাগারে জমা দেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে