শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৪:৪২

মাটির নিচ থেকে উঠে আসছে রহস্যময় এক শব্দ, আতঙ্কে গ্রামবাসী!

মাটির নিচ থেকে উঠে আসছে রহস্যময় এক শব্দ, আতঙ্কে গ্রামবাসী!

আন্তর্জাতিক ডেস্ক : মাটির নিচ থেকে উঠে আসছে রহস্যময় এক শব্দ। আর এটি শুনে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী। এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলার হাসোরি গ্রামে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে গ্রামটিতে মাটির নিচ থেকে ওই শব্দ শোনা যাচ্ছে।

একজন কর্মকর্তা জানান, বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়ার জন্য জেলার কর্মকর্তারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব জিওম্যাগনেটিজমের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার অনুরোধ করা হয়েছে।

হাসোরি গ্রামটি থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত কিল্লারি গ্রামে ১৯৯৩ সালে ভূমিকম্পে ৯ হাজার ৭০০ জন নিহত হয়। এরপর থেকে ওই অঞ্চলে আর কোনো ভূমিকম্পের ঘটনা ঘটেনি।

লাতুর জেলার কর্মকর্তা পৃথ্বীরাজ বিপি বলেন, জনগণ আতঙ্কিত হয়ে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করে। আমরা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সেখানে গিয়েছি। একটি বিশেষজ্ঞ দল বুধবার ( ১৪ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করবেন।সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে