শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১০:৪২:০৪

বিনা পয়সার ডিজিটাল শিক্ষিকা

বিনা পয়সার ডিজিটাল শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক : তিনি বিনা পয়সার ডিজিটাল শিক্ষিকা।  পদার্থবিদ্যা, জীববিদ্যা, অঙ্ক আর রসায়ন- এ চার বিষয়ের উপরে সাড়ে চার হাজারেরও বেশি ভিডিও।  

দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছাত্রছাত্রী সেগুলো দেখছে, শিখছে।  নোটস নিয়ে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে।  তবে পুরোটাই বিনামূল্যে।

ভারতের ধানবাদের বাঙালি গৃহবধূ রোশনী মুখোপাধ্যায় রীতিমতো ‘ডিজিটাল প্রাইভেট টিউটর’।  তার আপলোড করা এসব ভিডিও দেখতে গেলে টাকা দিয়ে আলাদা করে গ্রাহক হতে হয় না।  

শুধুমাত্র ইন্টারনেট ডেটার খরচটুকু করলেই হলো।  ‘ডিজিটাল প্রাইভেট টিউটর’কে পুরস্কৃত করবেন স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  

বছর ত্রিশের রোশনী বললেন, এ বছর ১০০ জন ‘উইমেন অ্যাচিভার’ মনোনীত করেছে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়।  আমি তাদের একজন।  কাল দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কার নেব।

তিনি জানিয়েছেন, পড়ানোর ইচ্ছে অনেকদিন ধরেই ছিল।  বিশেষ করে গরিব ছাত্রছাত্রীদের।  পাড়ায় বা রেলস্টেশনে বিনা পারিশ্রমিকে পড়ানোর কথা আকছার শুনেছেন তিনি।  

সব দেখেশুনে তারও সাধ জাগে নিখরচায় পড়ানোর।  কিন্তু সেইসঙ্গে তার মনে প্রশ্ন জেগেছিল, ‘এভাবে একসঙ্গে কতজনই বা উপকৃত হয়?’ তারপরই ইন্টারনেটের মাধ্যমে বিনা পারিশ্রমিকে পড়ানোর কথা মাথায় আসে তার।

তার কথায়, এখন ডিজিটাল যুগ।  তাই ভাবলাম এবার পড়ানোর কাজটাও ডিজিটালেই করা যাক।  

রোশনী জানান, এখন স্বামীর কাজের জন্য তিনি বেঙ্গালুরুতে আছেন। ডিজিটাল শিক্ষিকা হওয়ায় বেঙ্গালুরু থেকে পড়াতে তার কোনো অসুবিধা হয় না।

তিনি জানান, তার নোটস পেতে গেলে একটা স্মার্ট ফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই হবে।  ওয়েবসাইটের নাম ‘এগ্জাম ফিয়ার ডটকম’।  শুধু নোটস নয় ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের নানা সমস্যা মিটিয়ে দিচ্ছেন রোশনী।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে