আন্তর্জাতিক ডেস্ক : রাতের ট্রেনে বাড়ি ফিরছিলেন যাত্রীরা৷ ওই সময় ট্রেনের কামরায় এক যুবক অন্যান্য যাত্রীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে৷ প্রতিবাদ করতেই সে যুবক পাশে বসে থাকা এক যাত্রীর নাকে কামড় বসিয়ে দিলেন। তারপরই এই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেন রেলওয়ে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়া ব্যান্ডেল শাখার রাত ৯টা ৫০ মিনিটের আপ ব্যান্ডেল লোকাল ট্রেনে৷ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম স্বরূপ চন্দ্রক৷ বাড়ি উত্তরপাড়া থানার হিন্দমোটরে৷ আহত যাত্রীর নাম সুভাষ বসু৷ সুভাষবাবুর নাকে গুরুতর জখম হয়েছে৷ তার বাড়িও উত্তরপাড়ারই ভদ্রকালীতে৷ কলকাতায় ব্যবসা রয়েছে৷ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তার নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে। সাথে সাথে ভারতীয় রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে হাওড়া ব্যান্ডেল শাখার রাত ৯টা ৫০ মিনিটের আপ ব্যান্ডেল লোকাল ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময়েই ট্রেনের সামনের দিকের মহিলা কামরার পরের কয়েকটি কামরা ছেড়ে ওই ট্রেনে ওঠে স্বরূপ৷ ট্রেন লিলুয়াতে ঢুকতেই সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ বেলুড় স্টেশন ছাড়ার পর শুরু হয় তার নানা অশ্লীল অঙ্গভঙ্গি৷ প্রথমে যাত্রীরা চুপচাপই বসেছিলেন৷ ট্রেন বালি স্টেশনে ঢোকার পর স্বরূপের এই আচরণের প্রতিবাদ করেন সুভাষ বোস৷
একজন তার কথায় প্রতিবাদ করার পরে একে একে অন্যরাও গর্জে ওঠেন৷ তাতে আরো ক্ষেপে যায় স্বরূপ৷ ইতিমধ্যে ট্রেন উত্তরপাড়া স্টেশনে পৌঁছে যাওয়ায় নামার জন্য দরজার সামনে এগিয়ে যান৷ স্বরূপ আচমকাই দৌড়ে এসে তার নাকে কামড় বসিয়ে দেয়৷ কামড় খেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েন সেই যাত্রী। পরে অন্য যাত্রীরা চড়-থাপ্পড় মেরে স্বরূপকে ট্রেন থেকে উত্তরপাড়া স্টেশনে নামিয়ে দেন৷ তাকে বেলুড় রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়৷ কয়েক জন লোক আহত সুভাষবাবুকে নিয়ে যান উত্তরপাড়া হাসপাতালে৷ সেখানেই তার প্রাথমিক চিকিত্সা হয়৷
এই ঘটনায় ফের নিরাপত্তার প্রশ্ন তুলে কতা বলতে থাকে রেলযাত্রীরা৷ রেণুকা বাগ নামে এক নিত্যযাত্রী বলেন, 'কলকাতা থেকে প্রতিদিন রাতের ট্রেনে বাড়ি ফিরি৷ এমনিতেই আমাদের ভয় করে৷ তার উপরে ওদি ব্যান্ডেল লোকালে যে ঘটনা ঘটেছে তাতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি৷ আমরা চাই রেলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হোক৷'
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই