আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপরে নজরদারির অভিযোগ ইরানের বিরুদ্ধে। ড্রোনের সাহায্যে এই নজরদারি চালানো হচ্ছিল। দেশের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে যখন ইরানের নৌবাহিনী বার্ষিক মহড়া চালাচ্ছে তখনই এমন তথ্য প্রকাশ পায়।
জানা গিয়েছে, ড্রোনের সাহায্যে ওই মার্কিন যুদ্ধজাহাজের ছবি তোলা এবং এটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানের গাদির শ্রেণির একটি সাবমেরিনও ওই জাহাজের কাছাকাছি চলে গিয়েছিল। সেই সময় যুদ্ধজাহাজটিতে অবস্থানরত মার্কিন সেনাদের বুঝতে না দিয়েই সাবমেরিন থেকে স্পষ্ট ছবি ও ভিডিও তোলা হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদপত্র।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই