আন্তর্জাতিক ডেস্ক : দুর্যোগের মুখে কপ্টারের জরুরি অবতরণ। সেসময় আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। দুর্যোগের মুখে বিপত্তি এড়াতে কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ারবেসে।
সূত্রের খবর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী মমতা, কপ্টারের জরুরি অবতরণের ঘটনায় আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।
সঙ্গে সঙ্গেই সেবক এয়ারবেসে তাঁর প্রাথমিক শুশ্রুষা করা হয়। সেখান থেকে সড়কপথে তিনি বাগডোগরা রওনা হন এবং কলকাতার বিমান ধরেন। মুখ্যমন্ত্রীর বাকি চিকিৎসা কলকাতা পৌঁছনোর পর করা হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে প্রচারে গিয়ে দুর্ঘটনায় আহত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার তাঁর পায়ের হাড়ে চোট লেগেছিল।