বুধবার, ২৮ জুন, ২০২৩, ০৬:৪২:৫০

গ্যারাজে বাইক মেকানিক রাহুল গান্ধী!

গ্যারাজে বাইক মেকানিক রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক: জনসংযোগ বাড়াতে তিনি চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না। ভারতজোড়ো যাত্রার মাধ্যমে তিনি আসল ভারতকে দেখে নিতে চাইছেন। সঙ্গে চাইছেন, সেই ভারতের একজন হয়ে উঠতে। সেই উদ্দেশে রাহুল গান্ধী এবার গ্যারাজে কাটিয়ে ফেললেন গোটা সন্ধ্যা।

দিল্লির করোল বাগ এলাকায় একটি বাইক গ্যারাজে পুরো সন্ধ্যা কাটালেন রাহুল গান্ধী। কথা বললেন কর্মীদের সঙ্গে। রাহুল গান্ধি নিজে হাতে বাইক মেরামতির কাজ করলেন। হাতে কালিঝুলি মাখলেন। কর্মীদের থেকে কাজ সম্পর্কে কিছু তথ্যও নিলেন। এসব দেখে সাধারণ মানুষ রীতিমতো অবাক।

দিল্লির করোল বাগ এলাকার মানুষ অবশ্য রাহুল গান্ধীকে স্বাগত জানালেন। তিনি যতক্ষণ সেখানে ছিলেন, সাধারণ মানুষ তাকে ঘিরে উচ্ছ্বাস প্রদর্শন করতে থাকে। ওই এলাকার অনেক মানুষের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন। 

সরকারের কাছে মানুষ কী চায়, সরকারের কোন সিদ্ধান্ত সমস্যা বাড়াচ্ছে, এসবও জানতে চান তিনি। হাতের নাগালে কংগ্রেস নেতাকে পেয়ে সাধারণ মানুষ তাদের সুবিধা-অসুবিধার কথা বলেন। রাহুলও ধৈর্য ধরে সেসব শোনেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে