আন্তর্জাতিক ডেস্ক : নানা নাটকীয়তার পর ভারতের প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদিকে শান্তির বাণী শোনালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। চির প্রতিদ্বন্দ্বী এই দেশ দুটির মধ্যে শান্তি আলোচনা শুরুর পর থেকেই বাঁধার সম্মুখীন হয়েছে। তা এখনো অব্যাহত রয়েছে। তবে এবার উভয় দেশ বেশ সহনশীলতার পরিচয় দিয়েছে।
ভারতের পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার তদন্ত শীঘ্রই সম্পূর্ণ করার কথা জানিয়েছন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই হামলার ফলে ভারতের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মত প্রকাশ করেছেন তিনি।
তিনি সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তান সফরের পর ভারতের সঙ্গে আলোচনা সঠিক দিশায় এগিয়ে যাচ্ছিল। কিন্তু পাঠানকোট হামলার পর সেই প্রক্রিয়া মার খেয়েছে।
এ ব্যাপারে খেদ প্রকাশ করেই পাক প্রধানমন্ত্রী শপথ করেন, তাঁদের ভূখণ্ড ব্যবহার করেই ২ জানুয়ারি সন্দেহভাজন জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীরা পাঠানকোটে হামলা করেছিল, এই অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখতে পাকিস্তান যত দূর যেতে হয় যাবে।
তিনি বলেন, হামলার জন্য আমাদের দেশের মাটি ব্যবহার করা হয়েছিল কিনা, তা উদ্ঘাটন করা আমাদের দায়িত্ব। আমরা তা করব এবং চলতি তদন্ত শীঘ্রই সম্পূর্ণ হবে। সেই রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, রিপোর্টে যে তথ্যই আসবে, তা প্রত্যেকে জানতে পারবেন।
প্রসঙ্গত, পাঠানকোট হামলার তদন্তে ৬ সদস্যের কমিটি গড়েছে পাকিস্তান। নেতৃত্বে রয়েছেন পঞ্জাবের সন্ত্রাসবাদ দমন শাখার অতিরিক্ত আইজি।
শরিফের দাবি, সন্ত্রাসবাদীরা পরাস্ত হচ্ছে। তাই মরিয়া হয়েই তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে বিক্ষিপ্ত আঘাত হানছে। কিন্তু তারা খতম হবে, ঘোষণা করেন তিনি।
এদিকে পঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাঠানকোট হামলায় জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের কাউকেই আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস