রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১০:৩৮:৫৬

ব্রিটেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর মামলা করে বিশ্বে আলোচনার ঝড় তুলল ছোট্ট একটি দেশ

ব্রিটেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর মামলা করে বিশ্বে আলোচনার ঝড় তুলল ছোট্ট একটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের পরমাণু শক্তিধর যে কয়টি রাষ্ট্র আছে, তার মধ্যে ব্রিটেন অন্যতম। পশ্চিমা দুনিয়ার প্রভাবশালী এই দেশটির বিরুদ্ধে জাতিসংঘে মামলা করেছে ছোট্ট একটি দেশ। এটা যেমন চাঞ্চল্যের জন্ম দিয়েছে, তেমনি চমকপ্রদ ঘটনা হল- মামলার অভিযোগের বিষয়বস্তু। যাকে বলা যায়, আদার ব্যাপারী জাহাজের খবর রাখছেন!

মামলাটি করেছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট দেশ মার্শাল আইল্যান্ডস। তবে, এই মামলা আন্তর্জাতিক আদালতে গৃহীত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায় ২০১৪ সালে চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, উত্তর কোরিয়া, পাকিস্তান রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধেও মামলা দায়ের করে মার্শাল আইল্যান্ডস।

উল্লেখ্য, বিভিন্ন দেশের মধ্যে আইনগত বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে জাতিসংঘের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক আদালত।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে