রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১১:০৬:১৬

সেই ১০হাজার শিশু কি তবে পাচার চক্রের কবলে?

সেই ১০হাজার শিশু কি তবে পাচার চক্রের কবলে?

আন্তর্জাতিক ডেস্ক : তবে কি ইউরোপে নিখোঁজ ১০ হাজার অভিভাবকহীন শিশু পাচারকারীদের কবলে পড়েছে? এমন প্রশ্ন এখন অনেকের মাঝেই।

ইউরোপীয় ইউনিয়নের অপরাধবিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল জানিয়েছে ইউরোপে পৌঁছার পর অন্তত ১০ হাজার অভিভাবকহীন শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে।

ইউরোপোলের প্রধান ব্রায়ান ডোনাল্ড জানিয়েছেন, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছে না। এরমধ্যে ইতালিতেই ৫ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া সুইডেনে খোঁজ নেই আরো এক হাজার শিশুর ।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘একটি প্যান ইউরোপীয় অপরাধী চক্র শরণার্থী শিশুদের টার্গেট করছে। এটা অযৌক্তিক নয় যে, আমরা ১০ হাজারেরও বেশি শিশুকে খুঁজে পাচ্ছি না। ওই শিশুদের এখনো খুঁজছি।

তিনি আরও বলেন, তাদের সবাই অপরাধীদের শিকার হয়েছে এমন নয়। বেশ কিছুসংখ্যককে হয়তো তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা শুধু জানি না তারা কোথায় আছে, কী করছে বা কাদের সঙ্গেই আছে।

শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গত বছর ইউরোপে প্রায় ২৬ হাজার শরণার্থী শিশু এসেছে। যে ১০ লাখেরও বেশি শরণার্থী গত বছর ইউরোপে প্রবেশ করেছে তাদের ২৭ শতাংশই শিশু ও কিশোর।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে