রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১২:৪০:১৪

উড়ন্ত বিমানে দুই তরুণীর মারামারি, জরুরি অবতরণ

উড়ন্ত বিমানে দুই তরুণীর মারামারি, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : বিমান যাত্রীদের মধ্যে একটু-আধটু ঝগড়া-বিবাদের খবর মাঝে মাঝেই শোনা যায়। তাই বলে কি বিমানকর্মীরা হাতাহাতিতে জড়ানোর খবর কেউ কখনো শুনেছেন? উড়ন্ত বিমানে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রিয়দর্শিনী বিমানবালাদের চুলোচুলির মতো চমকপ্রদ ঘটনা তো বোধ হয় কারো জানা নেই! আগে না শুনেলেও এবার এমনি এক লঙ্কাকান্ড ঘটেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস থেকে মিনিয়াপোলিসগামী ডেল্টা এয়ারলাইন্সের ২৫৯৮ নম্বর ফ্লাইটের দুই নারী বিমানবালা ঘুষোঘুষিতে জড়িত পড়েন। অবস্থা এতোটাই নিয়ন্ত্রণহীন পড়ে যে ক্যাপ্টেন বিমানটিকে অনির্ধারিত সল্ট লেক সিটিতে অবতরণ করাতে বাধ্য হন।

অ্যাভিয়েশন হেলাল্ড নামের একটি পত্রিকা জানায়, ২২ জানুয়ারি এ ঘটনা ঘটে। কাজের ইস্যুতে দুই নারী বিমানবালা বিবাদে জড়িয়ে পড়েন। তৃতীয় এক নারী তাদের থামাতে গেলে তাদের মারামারিতে তিনি চোট পান। অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন বিমানটিকে অবতরণের সিদ্ধান্ত নেন।  সে সময় বিমানটি সল্ট লেক সিটির ওপর দিয়ে উড়ছিল।

অ্যাভিয়েশন হেরাল্ড জানায়, দুই নারী বিমানবালার এহেন আচরণে বিব্রতকর অবস্থায় পড়েছে স্বনামখ্যাত বিমানসংস্থাটি। তারা ওই বিমানের যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনা করে একটি চিঠি দিয়েছে।

তাতে লেখা: ‘আমাদের কয়েকজন টিম সদস্য তাদের সর্বোত্তম ব্যবহার প্রদর্শনের ব্যর্থ হয়েছেন। আমরা শুধু চাই যে আমাদের ফ্লাইট ক্রুরা সবসময় বিনয়ী এবং পেশাদার হবেন। আপনারা যা দেখেছেন তা ছিল সেটা থেকে যোজন দূরের ব্যাপার। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে