রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০২:৫৬:১০

ভোটের আগে পুলিশের জন্য ১০ কোটি টাকার অত্যাধুনিক অস্ত্র কেনা হচ্ছে!

ভোটের আগে পুলিশের জন্য ১০ কোটি টাকার অত্যাধুনিক অস্ত্র কেনা হচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক : ভোটের আগে পুলিশের আধুনিকায়নে মনযোগী হয়েছে সরকার। এজন্য নতুন করে ১০ কোটি টাকার অত্যাধুনিক সব অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সরকার বলেছে, রাষ্ট্র ও সমাজবিরোধীদের শায়েস্তার একযোগে বিভিন্ন জেলায় পুলিশি অভিযান শুরু করা হচ্ছে।


এবার অস্ত্র ও যন্ত্রপাতি কিনে পুলিশ বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নেমেছে রাজ্য।

অত্যাধুনিক অস্ত্র কেনার পাশাপাশি মাওবাদী অধ্যুষিত এলাকায় 'অ্যান্টি সাবোতাজ উইং'কে ঢেলে সাজানো হবে। রাজ্য পুলিশে দফায়-দফায় প্রয়োজন মাফিক আধুনিকীকরণ হলে এক সাথে এত বিশাল অঙ্কের অর্থ খরচ সাম্প্রতিক কালের মধ্যে হয়নি।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, অন্তত ৯ কোটি ৭৭ লাখ টাকার বেশি অস্ত্র ও অ্যাণ্টি সাবোতাজ যন্ত্র কেনার এই উদ্যোগে সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। দফতরের কর্মকর্তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের সময় জঙ্গলমহল বা রাজ্যের অন্য কোনও এলাকায় শান্তি-শৃঙ্খলার ইস্যুতে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।

বস্তুত, স্বরাষ্ট্রসচিবের অনুমোদনের পর দরপত্র প্রকাশের কাজও সম্পূর্ণ। অর্থ দফতরের অনুমতি পেলেই এইসব অস্ত্রও অন্যান্য সামগ্রী কেনার কাজ শুরু হবে।

দুষ্কৃতী বা সমাজবিরোধীদের ফেলে যাওয়া বোমা নিস্ক্রিয় করতে গিয়ে অনেক সময়ই প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন বম্ব ডিজপোজাল স্কোয়াডের সদস্যরা। এই প্রেক্ষিতে এই কাজে যুক্ত কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্র কেনার উপর গুরুত্ব দেওয়া হবে৷ সেই জন্যই বিস্ফোরক চিহ্নিত করার জন্য ২৫টি ও সেগুলি দ্রুত নিস্ক্রিয় করার জন্য ১৭টি শক্তিশালী যন্ত্র কেনার জন্য উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র দফতর।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে