রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৪:০৯

প্রধানমন্ত্রীর হাতে নগদ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা!

প্রধানমন্ত্রীর হাতে নগদ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির বর্তমান পরিমাণ ১.৪১ কোটি টাকা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে মোদীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১.২৬ কোটি। সেখানে ২০১৪-১৫ অর্থবছরে সেই পরিমাণ ১৫ লক্ষ বেড়ে হয়েছে ১.৪১ কোটি। এই সম্পত্তির মধ্যে গাঁধীনগরে ১ কোটি মূল্যের স্থাবর সম্পত্তি রয়েছে প্রধানমন্ত্রীর নামে। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, ২০১৫ সালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী, মোদির হাতে মাত্র ৪,৭০০ ভারতীয় রুপি নগদ ছিল। বাংলা টাকায় যার পরিমাণ প্রায় ৫৪৩৬ টাকা। তার আগের অর্থবছরে মোদির হাতে ৩৮,৭০০ টাকা ছিল। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর নিজস্ব কোনো গাড়ি, বিমান বা বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়নি। তার হাতে থাকা চারটি সোনার আংটির মূল্য ১.১৮ লক্ষ টাকা।

মোদির ব্যাংকে নগদ জমার পরিমাণ ৩১ লক্ষের সামান্য কিছু বেশি। এছাড়া তার একটি এলআইসি ও একটি এনএসসি রয়েছে, যার মোট মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা। ঘোষণাপত্রে জানানো হয়েছে, মোদি কোরো থেকে ধারও নেন নি এমনকি ধার দেনও নি। অন্যদিকে, প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন-এর সম্পত্তির পরিমাণ ‘জানা নেই’ বলে উল্লিখিত রয়েছে।

মোদির পাশাপাশি, একই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যের সম্পত্তির পরিমাণও ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী, সবচেয়ে অর্থবান হলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ৭২ কোটির বেশি। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মোট সম্পত্তির পরিমাণ ২.৭৩ কোটি থেকে বেড়ে হয়েছে ৪.৫৪ কোটি। তার স্বামী স্বরাজ কৌশলের সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি। রবিশংকর প্রসাদ – ২০ কোটি, বেঙ্কাইয়া নাইডু- প্রায় ৩০ লাখ, সদানন্দ গৌড় – প্রায় ২ কোটি, স্মৃতি ইরানি- ৪.২৭ কোটি।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে