আন্তর্জাতিক ডেস্ক : বিমানের পাঁচটা সেট চাকার মধ্যে দুটি সেট উধাও। তা সত্ত্বেও একেবারে নিরাপদে বিমান নামিয়ে আনলেন পাইলট। ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এই ঘটনা ঘটেছে। যাত্রীদের কারো কোনো ক্ষতি হয়নি। সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
বিমানটির হিথরো থেকে শিকাগো যাওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল কারণে জরুরি অবতরণ করতে হয় বিমানটির। পরে জানা যায় পাঁচটি সেট চাকার মধ্যে দুটি সেট চাকা উধাও হয়ে গিয়েছে ওই বিমানের। কিন্তু, যাত্রীদের কথায় একেবারে ঠাণ্ডা মাথায় বিমানটি অবতরণ করিয়েছেন বিমানের চালক। মাটিতে নামার পর বিশেষ অর্ডারে নামানো হয় যাত্রীদের। যাতে বিমানটি ভারসাম্য না হারিয়ে ফেলে।
পাইলটের দক্ষতায় মুগ্ধ যাত্রীরা। তারা জানিয়েছেন, কোনোরকম আতঙ্ক ছড়ায়নি যাত্রীদের মধ্যে। সুন্দরভাবে অবতরণ করা হয়। মুরিয়েল গ্রে যাঁর স্বামী ওই বিমানে ছিলেন, তিনি ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন পাইলটকে। এই ঘটনার কারণেই কিছুক্ষণ বন্ধ রাখা হয় হিথরো বিমানবন্দর। এর ফলে কয়েকটি বিমান উড়তে দেরি হয়।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই