আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই প্যারিসের অনে বড় ধরনের একটি জঙ্গি হামলা চালিয়েছিল আইএস জঙ্গি গোষ্ঠি। কিন্তু এবার নাকি প্যারিসের থেকেও ভয়াবহ হামলা হবে ব্রিটেনে। সংবাদপত্রের মাধ্যমে ব্রিটেনকে এমনই হুঁশিয়ারি দিল আইএস জঙ্গি গোষ্ঠী।
জানা গিয়েছে, সম্প্রতি ‘আল-নাবা’ নামে একটি আরবি সংবাদপত্রের মাধ্যমে ব্রিটেনকে হুমকি দিয়েছে আইএস। প্যারিসের ধাঁচেই ব্রিটেনে হামলা চালানো হবে বলে সংবাদপত্রে জানিয়েছে আইএস। এছাড়া হামলার ভয়াবহতার বর্ণনা প্রসঙ্গে বলেছে, এই হামলায় ব্রিটেনের 'শিশুদের চুল সাদা হয়ে যাবে।’ ইরাক এবং সিরিয়ায় বোমা নিক্ষেপের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা বলেও ওই সংবাদপত্রে জানিয়েছে আইএস।
ব্রিটেনকে আইএস কেবল সংবাদপত্রেই হুমকি দেয়নি, হামলার নৃশংসতা দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ফাসি ভাষায় ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কমলা পোশাক পড়া জঙ্গিদের পায়ের কাছে গোল হয়ে বসে রয়েছে কিছু নিরীহ মানুষ। জঙ্গিরা তাদের মুখোশ খুলে ওই মানুষগুলোর দিকে বন্দুক তাক করে গুলি করছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলা চালিয়েছিল আইএস। ওই হামলায় কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিল অগণিত মানুষ।-কলকাতা২৪
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই