মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৯:৩৫

সীতার প্রতি নিষ্ঠুরতা, শ্রীরামচন্দ্রকে দোষী করে মামলা!

সীতার প্রতি নিষ্ঠুরতা, শ্রীরামচন্দ্রকে দোষী করে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : তার জন্মস্থানকে ঘিরেই রয়েছে বিতর্ক, আইনি জটিলতা। সেই সমস্যা সমাধানের আগে, ফের নতুন বিতর্কে জড়ালেন অযোধ্যার রাজা দশরথ-পুত্র। সামান্য প্রজার অভিযোগে স্ত্রী সীতাকে পরিত্যাগ করার অভিযোগে শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন ভারতের বিহারের সিতামারির এক আইনজীবী।

তবে কি ২০১২ সালের 'ও মাই গড' ফিল্মের মতোই কি এবার বাস্তবেও ঘটতে চলেছে? কারণ শ্রীরামের বিরুদ্ধে স্ত্রীর প্রতি দুর্ব্যবহারের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন এই আইনজীবী।

ভারতের বিহারের আইনজীবী ঠাকুর চন্দন কুমার সিং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্রীরামের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন। তার অভিযোগ, অগ্নিপরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও অর্ধাঙ্গিনী সীতাকে আজীবন বনবাসে পাঠিয়ে মহিলাদের প্রতি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন রঘুপতি রাম।

কারও ব্যক্তিগত আবেগে আঘাত করতে চান না বলে জানিয়ে ওই আইনজীবী বলেছেন, 'দেবীমাতাকে বিনা অপরাধে বনবাসে পাঠানো হয়। এটা রাজা শ্রীরামের একটা অন্যায় নির্দেশ। একজন মানুষ তার স্ত্রীর প্রতি কীভাবে এতটা নিষ্ঠুর হন, যে তাকে জঙ্গলে বাস করার নির্দেশ দিতে পারেন। ভগবান রাম এক মুহূর্তের জন্যও ভাবেননি একজন মহিলা কীভাবে বন্য জন্তু, সরীসৃপের মাঝে একা একা জীবন কাটাবে।'

শ্রীরামচন্দ্র একা নন। বড়ভাইকে এ কাজে সাহায্য করা এবং তথ্য যাচাই না করে বৌদিকে যথেচ্ছ অপমান করার  অভিযোগে ভাই লক্ষ্ণণের বিরুদ্ধেও মামলা করেছেন ঠাকুর চন্দন সিং নামে ওই আইনজীবী। অভিনব এই মামলা শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, তা আজ সিদ্ধান্ত নেবে আদালত।

২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে