মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৮:৩১

মহাসাগরের তলদেশে এক আজব যাদুঘর

মহাসাগরের তলদেশে এক আজব যাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন স্থানে নানা ধরণের নজর কাড়া জাদুঘর তৈরি হয়েছে। কোনোটি সমতলে আবার কোনোটি পাহাড়ে। তবে এবার ব্যতিক্রমী এক জাদুঘর তৈরি করার খবর পাওয়া গেছে। যা সাধারণ মানুষের হাতের নালাগের অনেক দূরে। এবার নদী বা সাগর নয়, মহাসাগরের একেবারে তলদেশে তৈরি করা হল এক অজাব জাদুঘর।

আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে এই যাদুঘর বানাচ্ছে স্পেন। এটি হবে সাগরতলে ইউরোপের প্রথম যাদুঘর।

সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী।

মূর্তিগুলোর সবই লানযারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে।

বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি হবেনা।

পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে।

অভিনব এই যাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে।

আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়। তাদের জন্য সাগর তলের এই যাদুঘর নতুন আকর্ষণ হবে।
০২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে