মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৪:৪০

মর্মান্তিক! গোসল করতে গিয়ে ১৩ শিক্ষার্থীর মৃত্যু

মর্মান্তিক! গোসল করতে গিয়ে ১৩ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : একটি কলেজ থেকে সমুদ্র সৈকতে কিছু শিক্ষার্থী গিয়েছিলেন আনন্দ ভ্রমনে। আর সেই আনন্দ ভ্রমণ যে বেদনার হয়ে উঠবে তা কে জানত?

শিক্ষার্থীরা কি জানত যে, এই আনন্দ ভ্রমণে এসে তারা হারাবেন তাদের ১৩জন সহপাঠিকে? এত সংখ্যক সহপাঠির মৃত্যু শোক তাদের বইতে হবে! এটা তো ছিলো কল্পনা অতীত। তারপরও বাস্তবতা বড় নির্মম।

ভারতের মহারাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে ঘটেছে মর্মান্তিক ওই ঘটনা। এখানেই পানিতে ডুবে মারা যায় ১৩ শিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন ছাত্রী ও তিন জন ছাত্র। গতকাল সোমবার আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যায় তারা। এখনো বেশ ক’জন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকলকর্মীরা।
 
জানা গছে, পুনের আবিদা ইনামদার কলেজের ১১৫ শিক্ষার্থী সোমবার সমুদ্র ভ্রমণে যান। এসময় এদের কেউ কেউ সৈকতের বিপজ্জনক সীমা ছাড়িয়ে যান। তখনই সমুদ্রের ঢেউ ১৩ জনকে ভাসিয়ে নেয়। অন্য শিক্ষার্থীদের চিৎকারে উদ্ধারকারী বাহিনী এসে পাঁচজনকে জীবিত অবস্থায় তীরে আনে। তবে বাঁচাতে পারেনি ১৩ জনের প্রাণ। পরে সৈকত থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে