মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৯:১৩

এবার বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা সৌদির

এবার বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : এবার মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল একটি আন্তর্জাতিক বেসামরিক বিমানবন্দর। বেশ কয়েকটি জঙ্গি বিমানের ধারাবাহিক বোমা হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পুরো বিমানবন্দরটি। এতে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সৌদি আরবের কয়েকটি জঙ্গি বিমান আল-হুদাইদাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর এ হামলা চালায়।  

গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন শুরুর পর সৌদি আরব একাধারে বেসামরিক স্থাপনা ধ্বংস করে চলেছে। বিমানবন্দরে হামলার মাধ্যমে রিয়াদ মূলত ইয়েমেনের জন্য মানবিক সহায়তা গ্রহণের সব পথ বন্ধের চেষ্টা করছে।

এদিকে, সোমবার সৌদি বিমান থেকে উত্তরাঞ্চলীয় সা’দা, হাজ্জাহ ও মা’রিব প্রদেশে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়ে তা জানা যায় নি।

অবশ্য, গত তিনদিন ধরে সা’দা প্রদেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। এতে সেখানকার একটি মার্কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র জোট বেধে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর প্রায় ১০ মাস ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে। কিন্তু যে আনসারুল্লাহকে রাজধানী সানা থেকে উৎখাত করে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনায় ইয়েমেনে হামলা চালিয়েছিল রিয়াদ সে লক্ষ্য আজ পর্যন্ত পূরণ হয় নি
০২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে