মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৭:৫০

ফের তুরস্ক বনাম রাশিয়া, ন্যাটো ও পেন্টাগনের কাছে ব্যাখ্যা দাবি

ফের তুরস্ক বনাম রাশিয়া, ন্যাটো ও পেন্টাগনের কাছে ব্যাখ্যা দাবি

আন্তর্জাতিক ডেস্ক : আবারও তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুললো রাশিয়া। এবার বিমান হামলা নয়, কামানের গোলা ছোড়ার অভিযোগ। এ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উভয় দেশের মধ্যে নতুন করে উত্তেজন দেখা দিয়েছে।

সিরিয়ায় তুরস্কের গোলন্দাজ বাহিনীর হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই ফুটেজকে সীমান্তবর্তী সিরিয় বসতিগুলোর ওপর তুরস্কের ভারি কামান হামলার অকাট্য প্রমাণ হিসেবে দাবি করেছে মস্কো।

মস্কোয় এক সংবাদ সম্মেলনে সিরিয়ার সেনাবাহিনীর সরবরাহ করা ফুটেজটি প্রকাশ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ। তিনি জানান,  রাশিয়াকে দিয়েছে।

অবিলম্বে তুরস্কের সেনাবাহিনীর এ আচরণের ব্যাখ্যা দেয়ার জন্য ন্যাটো এবং পেন্টাগনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে সিরিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সীমান্তে মোতায়েন তুর্কি বাহিনীর গোলার আঘতে ১ সিরিয় সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে। লাতাকিয়া প্রদেশের জাবাল আতিরাহ এলাকায় এ হামলা করা হয়েছে।
০২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে