মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৭:০১

সেই ট্রাম্পের পরাজয়ে খুশি মুসলিমরা

সেই ট্রাম্পের পরাজয়ে খুশি মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত বক্তব্যের কারণে ডোনাল্ড ট্রাম্পেন নাম এখন সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত। ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে  রিপাবলিকান দলের প্রর্থী হতে চান তিনি। এ জন্য প্রথম সরাসরি ভোটে আইওয়া স্টেট ককাসের নির্বাচনে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ অপ্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন। জরিপে এগিয়ে থাকা মুসলিম বিদ্বেষী ট্রম্প পরাজিত হয়েছেন। ফলে মুসলিমরা স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন।

এটি ছিল রিপাবিলকান দলীয় মনোনয়ন লাভের জন্য প্রথম কোনো রাজ্যে ভোট।  এতে টেক্সাসের রক্ষণশীল রাজনীতিক টেড ক্রুজ পেয়েছেন ২৮ শতাংশ ভোট আর ট্রাম্প পেয়েছেন ২৪ ভাগ।

ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ২৩ ভাগ ভোট।

অন্যদিকে, ডেমোক্র্যাট ককাসের ভোট গণনা এখনো চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের তুলনায় মাত্র ১% ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

টেড ক্রুজ নির্বাচিত হওয়ার পরপর ট্রাম্প ও রুবিও তাকে অভিনন্দন জানান।

আজকের নির্বাচনের মাধ্যমে শুরু হলো দলীয় মনোনয়ন লাভের দীর্ঘ লড়াই। এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় নেতাদের ভোটে বিজয়ী প্রার্থীরা পাবেন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের চূড়ান্ত দলীয় মনোনয়ন।
০২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে