মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৩:৩৮

অ্যাপল নয়, এবার গুগল!

অ্যাপল নয়, এবার গুগল!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানি কোনটি? সবাই এক বাক্যে বলবেন অ্যাপেল। কিন্তু এবার ধনীর এই তালিকায় রদবদল হতে যাচ্ছে। তবে এবারও এই তালিকায় শীর্ষ পদ দখল করছে আরেকটি প্রযুক্তি কোম্পানি। অর্থাৎ অ্যাপেলকে টেক্কা দিল অ্যালফাবেট।
 
সোমবার এই বৈপ্লবিক ঘটনাটি ঘটে গিয়েছে। অ্যালফাবেট হল গুগলের প্রধান কোম্পানি৷ সোমবার তারা চারমাসের উপার্জনের রিপোর্ট পেশ করেছে৷ যাতে স্পষ্ট ডিজিটাল বিজ্ঞাপন বাজারে তাদের লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, গত আট বছরে প্রথমবার আইফোনের উপার্জন নিম্নগামী৷ শেয়ার প্রতি ৮.৬৭ ডলার উপার্জন করে অ্যালফাবেট৷ গুগল সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমেই সবচেয়ে বেশি আয় হচ্ছে৷ ফলে আইফোনকে পিছনে ফেলে বাজারে দর বাড়াচ্ছে অ্যালফাবেট।

যেখানে অ্যাপেল-এর বাজার মূল্য ছিল ৫৩৩ ডলার, সেখানে অ্যালফাবেটের মূল্য দাঁড়িয়েছে ৫৫৫ ডলারে। আইফোনের বিক্রিতে ভাটা পড়াতেই সমস্যায় পড়েছে অ্যাপেল৷ সার্চ পেজ থেকে ইউটিউব, সর্বত্রই বিজ্ঞাপনের ছড়াছড়ি। ডিজিটাল বিজ্ঞাপনের রমরমার কারণেই প্রথমবার অ্যাপেলকে টেক্কা দিল গুগল।
০২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে